background image

অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির নোটিশ

অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির নোটিশ রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির অপেক্ষমান তালিকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার আলোকে গঠিত উপজেলা পর্যায়ে ভর্তি কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ নিম্নরূপ: ৬ষ্ঠ শ্রেণি ০১। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সংরক্ষিত মোট আসনের ১০% হারে ১১ জনের মধ্যে ইতোমধ্যে ১০ জন ভর্তি হওয়ায় অবশিষ্ট শূন্য আসনের অপেক্ষমাণ তালিকা থেকে নিম্নোক্ত ০১ (এক) জনকে ভর্তির জন্য নির্বাচিত করা হলো: ক্রমিক শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম ০১ প্রিমল ত্রিপুরা সুমন ত্রিপুরা নিপা ত্রিপুরা ০২। সাধারণ কোটায় ভর্তিযোগ্য অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমিক নম্বর ১২ থেকে ২৪ মোট ১৩ জনকে ভর্তির জন্য নির্বাচিত করা হলো: ক্রমিক শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম ১২ সৈকত চাকমা প্রবাল চাকমা অন্তরী চাকমা ১৩ উলামং মারমা থৈচি মারমা অক্রই মারমা ১৪ মোঃ আদনান হোসাইন সামি মোঃ শহিদুল্লাহ আয়েশা আক্তার ১৫ উগ্যজাই মারমা বাহে মারমা ম্রাবাই মারমা ১৬ নাজমুল ইসলাম নাসির উদ্দিন শিমু আক্তার ১৭ সজল ত্রিপুরা জগ বন্ধু ত্রিপুরা তুপা রানী ত্রিপুরা ১৮ অপুর্ব দেবনাথ লক্ষণ দেবনাথ বানী দেবী ১৯ ঊষাজাই মারমা আফ্রু মারমা কাকলী মারমা ২০ উক্যচিং মারমা ম্রাসাথোয়াই মারমা ক্রাইংসাফ্রু মারমা ২১ আরাফ তাঞ্জিল মোহাম্মদ মোক্তার হোসেন কুলসুম আক্তার ২২ আরমান হোসেন একরামুল হক সামসুর নাহার ২৩ অর্নব দেবনাথ লক্ষন চন্দ্র নাথ আবু বালা দেবী ২৪ মোহাম্মদ নাহিদ নুরুল আলম রোজিনা আক্তার ৯ম শ্রেণি ০৩। অপেক্ষমাণ তালিকা থেকে নিম্নোক্তদের ক্রমিক অনুসারে নির্বাচিত করা হলো: ক্রমিক শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম ০১ রবিউল হাসান আবু জাফর রেহানা আক্তার ০২ বাবু মগ রেম্রা মগ সুচাই মারমা ০৪। ১ম তালিকা থেকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত নিম্নোক্ত শিক্ষার্থীদের আবেদনে জন্ম তারিখের ভুল/মিথ্যা তথ্য প্রদানের কারণে তাদের ভর্তি অযোগ্য বলে ঘোষণা করা হল। ক্রমিক শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম ০১ মেহেরাজ মোস্তফা মোঃ মোস্তফা লাভলী আক্তার ০২ মোঃ আরমান হোসেন শামীম মোঃ হানিফ উদ্দিন আয়েশা আক্তার ০৩ ইমতিয়াজ হোসেন নিলয় মোঃ মির হোসেন মনোয়ারা বেগম ০৫। অপেক্ষমাণ তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদেরকে আগামী ২২/১২/২০২৫ থেকে ২৪/১২/২০২৫ তারিখ দুপুর ১.০০ ঘটিকার মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগপূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় তাদের ভর্তি অযোগ্য মর্মে বিবেচনা করা হবে। মুহাম্মদ অহিদুল হক নূরী প্রধান শিক্ষক রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও সদস্য সচিব উপজেলা পর্যায়ে ভর্তি কমিটি রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা।